ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ৫, ২০২৪
প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড

২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়েছে স্কটল্যান্ড। যে জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা।

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১১০ রান করে। জবাবে স্কটল্যান্ডের মেয়েরা ২ উইকেট হারিয়ে ১৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়।  

৪ ওভারে মাত্র ৮ রান খরচে ৪ উইকেট তুলে নিয়ে আইরিশদের মূল সর্বনাশ করেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। আয়ারল্যান্ডের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের মাত্র তিন ব্যাটার দেখে পেয়েছে তিন অঙ্কের। এর মধ্যে সর্বোচ্চ ৫১ বলে ৪৫ রান করেছেন লেয়াহ পল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩৫ রান করেছেন আর্লিন কেলি।

জবাবে শুরুর দিকে ওপেনার সাসকিয়া হোর্লে ১০ রান করে বিদায় নিলেও বাকি পথ পাড়ি দিতে খুব একটা অসুবিধা হয়নি স্কটল্যান্ডের। আরেক ওপেনার মেগান ম্যাককোল ৪৭ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস। আর তিনে নেমে ২৯ বলে অপরাজিত ৩৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন স্কটিশ অধিনায়ক ব্রাইস। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। যে আসব বসবে বাংলাদেশের মাটিতে। বিশ্বকাপের মূল আসরে স্কটিশদের সঙ্গী হবে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার জয়ী দল।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।