প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে এসেও লড়াই দেখাতে পারল না বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন পরিবর্তন আনা হয় এ ম্যাচের একাদশে। অভিষেক হয় ১৪ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিংকির। যদিও খুব একটা আলো ছড়াতে পারেননি। ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। যেখানে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক হারমানপ্রিত কৌরের ব্যাট থেকে। এছাড়া রিচা ঘোষ ২৪, স্মৃতি মান্ধানা ও দয়ালান হেমলতা করেন ২২ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান।
তাড়া করতে নেমে আবারও সেই হতশ্রী ব্যাটিং উপহার দেয় টাইগ্রেসরা। ১৪ ওভার খেললেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ৬৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার দিলারা আক্তার। এছাড়া রুবাইয়া হায়দার ১৩ ও শরিফা খাতুনের ব্যাট থেকে আসে ১১ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।
একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে আগামী ৯ মে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ৬, ২০২৪
এএইচএস