টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর সপ্তাহতিনেক। অনেক দেশই ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করে ফেলেছে।
বিশ্বকাপ স্কোয়াড তৈরি আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে এজন্য চূড়ান্ত সিদ্ধান্তটি বোর্ডের কাছ থেকে আসবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। সেটি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
তবে আগামী ২৫মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে সংশ্লিষ্ট বোর্ড। এরপর কেবল ইনজুরির কারণে বদল আনা যাবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় : ২১২৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
এমএইচবি/এএইচএস