ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শরণার্থী পরিচয়ে মাঠে ফিরছে আফগানিস্তান নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
শরণার্থী পরিচয়ে মাঠে ফিরছে আফগানিস্তান নারী ক্রিকেট দল সংগৃহীত ছবি

তালিবানের শাসনামল শুরুর পর আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর দেশটির নারী ক্রিকেটারদের অনেকেই আশ্রয় নেন অস্ট্রেলিয়ায়।

এখন সেখানে শরণার্থী হিসেবেই অবস্থান করছেন তারা।  

তবে দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন আফগান নারী ক্রিকেটাররা। আগামী ৩০ জানুয়ারি মেলবোর্নে ক্রিকেট উইদাউট বর্ডার একাদশের বিপক্ষে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। জাংশন ওভালে হবে ম্যাচটি। একইদিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমএসজি) শুরু হবে নারীদের গোলাপি বলের অ্যাশেজ টেস্ট।

আফগানিস্তানের মেয়েদের ক্রিকেট মাঠে ফেরানোর উদ্যোগটি নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ শুক্রবার সিএ-এর প্রধান নির্বাহী নিক হকলে এক বিবৃতিতে বলেন, 'আফগানিস্তানের নারী ক্রিকেট দলের সদস্যরা অস্ট্রেলিয়া আশ্রয় নেওয়ার পর ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এবং এখানকার কমিউনিটি তাদের সমর্থনে এগিয়ে এসেছে। এই ম্যাচটি হবে তাদের কাজকে উদযাপন করার নিমিত্তে। '

আফগান নারী ক্রিকেটারদের পুনর্বাসনে শুরু থেকেই কাজ করছে অস্ট্রেলিয়া সরকার। ২০২১ সালে তালিবান যখন আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় বসে, এরপর সেখানকার নারী ক্রিকেটারদের উড়িয়ে এনে ক্যানবেরা ও মেলবোর্নে আশ্রয় দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া এরপর থেকে অনেকবার আফগান মেয়েদের ক্রিকেট খেলার অধিকার নিয়ে সরব হয়েছে। এমনকি প্রতিবাদে ২০২১ সালে আফগানিস্তানের পুরুষ ক্রিকেটারদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় অস্ট্রেলিয়া। রশিদ-নবিদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতেও রাজি হয়নি তারা।  

এ বছরের শুরুর দিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে অতীতে চুক্তিবদ্ধ ১৭ জন্য নারী ক্রিকেটার আইসিসির কাছে একটি চিঠি পাঠায়। যে চিঠিতে তারা অস্ট্রেলিয়াতে একটি শরণার্থী ক্রিকেট দল গঠনের ব্যাপারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সহায়তা চায়। কিন্তু আইসিসি এখন পর্যন্ত এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।