ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের মাটিতে শুরু, উইলিয়ামসের শেষটাও হলো বাংলাদেশেই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ১২, ২০২৪
বাংলাদেশের মাটিতে শুরু, উইলিয়ামসের শেষটাও হলো বাংলাদেশেই

বাংলাদেশের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন শন উইলিয়ামস। ২০০৬ সালে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচটি ছিল জিম্বাবুয়েরও প্রথম টি-টোয়েন্টি।

এবার একই প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাটিতে খেলে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার।

১৮ বছর আগের সেই ম্যাচে ৪৩ রানে হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।  

আজ ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের কাছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দেন শন উইলিয়ামস। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে ১ ওভারে ১২ রান খরচ করলেও কোনো উইকেট পাননি উইলিয়ামস। ব্যাটিংয়ে তাকে নামতেই হয়নি। তার আগেই দলের জয় নিশ্চিত হয়ে যায়।  

জিম্বাবুয়ের জার্সিতে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৯১ রান করেছেন উইলিয়ায়মস। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ১২৬.৩৮। আর বাঁহাতি স্পিনে শিকার করেছেন ৪৮ উইকেট।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১২, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।