অনেকটা চমক দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। যেখানে জায়গা পাননি দুই অভিজ্ঞ ক্রিকেটার রুলফ ফন ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান।
গত মার্চে নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি মারওয়ে। ৫ ম্যাচ খেলে শিকার করেন ৪ উইকেট। যদিও গত দেড় বছর একটি টি-টোয়েন্টিও না খেলা টিম প্রিঙ্গলকে দলে রেখেছে ডাচরা। সেই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক মাইকেল লেভিটও পেয়েছেন নিজের প্রথম বিশ্বকাপ খেলার।
যথারীতি এ দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে স্কট এডওয়ার্ডসের কাছে।
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিডা, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন বিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ফন মেকিরান, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এএইচএস