কোনো না কোনো পর্যায় গিয়ে ক্রীড়াবিদদের ক্যারিয়ারের ইতি টানতে হয়। বিরাট কোহলি তা বেশ ভালোভাবেই বোঝেন।
কোহলি বলেন, "ব্যাপারটা খুবই সহজ। আমার মনে হয়, ক্রীড়াবিদ হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। তাই আমি কেবল আমার কাজ করে যাচ্ছি। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না 'ওহ, সেই নির্দিষ্ট দিনে যদি আমি এটা করতাম', কারণ আমি সারাজীবন খেলা চালিয়ে যেতে পারব না। "
'তাই কোনো অসমাপ্ত কাজ রেখে আমি (খেলা) ছাড়তে চাই না এবং পরে সেটা নিয়ে যেন আফসোস না হয়। আমি নিশ্চিত, সেটা হবে না আমার। যখন (খেলা) শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেকদিনের জন্য দেখবেন না (হাসি)। তাই যতদিন আছি নিজের সবটুকু উজার করে দিয়ে খেলতে চাই এবং এই একটা জিনিসই আমাকে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাড়না দিচ্ছে। '
কোহলি পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন ২০০৬ সাল থেকে। এখন ৩৫ বছর বয়স তার। তাই ক্যারিয়ারের শেষ দিকে যে আছেন তা বলাই যায়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এএইচএস