ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ৩, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে লোভনীয় প্রাইজমানি থাকছে দলগুলোর জন্য। গতবারের থেকে দ্বিগুণ করা হয়েছে এবার।

সর্বমোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবে অংশগ্রহণ করা দলগুলো। গত দুই আসরে যেটি ছিল ৫৬ লাখ ডলার করে।

আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে প্রাইজমানির পরিমাণ উল্লেখ করে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার। আর রানার্স আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার।  

এদিকে প্রথমবারের মতো ২০ দল নিয়ে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত চার আসরে দল ছিল ১৬টি করে। তার আগে প্রথম চার আসরে ছিল ১২টি করে দল। এবার দল বেশি হওয়ায় প্রাইজমানি কমানো হয়নি। বরং আগের আসরগুলো থেকে বেশিই করা হয়েছে।  

চলমান আসরে সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। এছাড়া নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। আর ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে।

শুধু তাই নয়, সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচে জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।