ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান দলে বড় ধরনের ‘অস্ত্রোপচার’ করাবে পিসিবি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১০, ২০২৪
পাকিস্তান দলে বড় ধরনের ‘অস্ত্রোপচার’ করাবে পিসিবি

ভারতের কাছে লো স্কোরিং ম্যাচে মাত্র ৬ রানে হেরে যাওয়ার পর থেকে সমালোচনায় ভেসে যাচ্ছে পাকিস্তান দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এভাবে হেরে যাওয়ায় চরম বিরক্ত খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মোহসিন নকভিও।

কড়া বাক্যবাণে বাবর আজমের দলকে বিদ্ধ করেছেন তিনি।  

নিউইয়র্কে গতকাল রাতে বিশ্বকাপ গ্রুপ পর্বের মহারণ শেষে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে পিসিবি প্রধান বলেন, 'শুরুতে মনে হয়েছিল ছোটখাটো একটা অস্ত্রোপচার করালেই হবে। কিন্তু ভারতের বিপক্ষে এত বাজে পারফরম্যান্সের পর, এটা পরিষ্কার যে, বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে। আমাদের পারফরম্যান্স একদম নিচের দিকে নেমে গেছে। দলের পারফরম্যান্সের উন্নতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। '

ভারতের দেওয়া মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১১৩ রান করতে পারে পাকিস্তান। এমন ফলাফল হজম হচ্ছে না মোহসিন নকভির, 'আমরা যেভাবে যুক্তরাষ্ট্র এবং এরপর ভারতের কাছে হেরেছি, সেটা খুবই হতাশাজনক। এখন আমাদের দলে যারা আছে তাদের ছাড়াও অন্যদের দিকে তাকাতে হবে। '

গত জানুয়ারিতে পিসিবি প্রধানের দায়িত্ব দেন নকভি। পরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন মন্ত্রীও ছিলেন। দলের হারের পর তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের সুবিধার জন্য সবধরনের ব্যবস্থাই করেছে পিসিবি। তিনি বলেন, 'সবাই প্রস্ন করছে, কেন দল ভালো করছে না। বিশ্বকাপ এখনও চলছে। কিন্তু আমরা এটা নিয়ে বসবো এবং সবকিছু পর্যালোচনা করবো। '

আগামী বছর ঘরের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভিন্ন ধরনের দল সাজানো হবে বলেও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান, 'চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এজন্য নতুন প্রতিভা যারা সাইডলাইনে আছে, তাদের সুযোগ দিতে হবে। '

গ্রুপ পর্বে পাকিস্তানের পরের দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে জবে তাদের এবং বাকি ম্যাচগুলোর ফলাফলও তাদের পক্ষে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।