ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, একাদশে নেই সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১০, ২০২৪
ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, একাদশে নেই সৌম্য

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।  

নিউইয়র্কে আগের দিন ভারত-পাকিস্তান ম্যাচের উইকেটেই খেলা হচ্ছে আজও। যেখানে ১২০ রান তাড়া করতে নেমে ৬ রানে হারে পাকিস্তান। এই মাঠে রান তাড়াকে কঠিন মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। শুরুতে বল করতে পারায় খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন জাকের আলি অনিক। দক্ষিণ আফ্রিকার একাদশ কোনো বদল আসেনি।  

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্তিয়ান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।