ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

৪ উইকেট হারিয়ে টেনেটুনে ৫০ পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০২৪
৪ উইকেট হারিয়ে টেনেটুনে ৫০ পার বাংলাদেশের

আরও একবার অল্প রানের লক্ষ্য তাড়ায় নেমে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাকিব আল হাসান।

উইকেটে থিতু হয়েও টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা ম্যাচের মতো আজও আগেভাগেই বিদায় নিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯ বলে ৯ রান করে তিনি ফিরেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে। দ্বিতীয় ওভারে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তামিম যেখানে দলের প্রথম ৯ রান করেছেন, লিটন তখনও খাতাই খুলতে পারেননি। পরেও লিটন রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। শেষ পর্যন্ত ১৩ বলে ৯ রান করে অফ-স্পিনার কেশভ মহারাজের বলে ক্যাচ তুলে দিয়েছেন তিনি।  

এরপর সাকিব আল হাসান এসে তড়িঘড়ি ব্যাট চালিয়ে ফিরেছেন ৪ বলে ৩ রান করে। আগের ম্যাচেও দুই অংক ছুঁতে পারেননি তিনি। ৩৭ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ১০ ওভারে কোনোমতে ৫০ রান করে।  

কিন্তু দশম ওভারের পঞ্চম বলেই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ২৩ বলের মোকাবিলায় ১৪ রান করে এনরিখ নরকিয়ার বলে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। আগের ম্যাচে ১৩ বলে ৭ রান করেছিলেন তিনি।  

এর আগে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ টস জিতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে প্রোটিয়ারা।  

বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। ২ উইকেট পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ১ উইকেট গেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।