ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির ওপর আস্থা রাখতে বললেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
কোহলির ওপর আস্থা রাখতে বললেন গাভাস্কার

ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন আইপিএলে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেই যেন বদলে গেলেন বিরাট কোহলি।

গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতেও জ্বলে উঠতে পারেননি। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে আউট হন গোল্ডেন ডাক মেরে।

এমন ফর্মে থেকে আসার পরও কোহলির হলোটা কী, সেই উত্তর খুঁজছেন ভক্তরা। তবে তার ওপর আস্থা রাখতে বললেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে গাভাস্কার বলেন, ‘যে কোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হল দেশের হয়ে ম্যাচ জেতা। কোহলি গত কয়েক বছর ধরে ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করেছে এবং তারাও এটির স্বীকৃতি দেবে। বর্তমানে আমরা লিগ পর্বে আছি, এরপর সুপার এইট, সেমিফাইনাল এবং আশা করি ফাইনালেও উঠব। তাদের শুধু এই বিষয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। যা তাদের প্রচুর পরিমাণে রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘তিনটি ম্যাচে কম রান করেছে মানে এই নয় যে, সে ভালো ব্যাটিং করছে না। কখনো কখনো আপনি ভালো ডেলিভারিতে আউট হন। অন্য যে কোনো দিন, বল বাউন্ডারির জন্য ওয়াইড বা স্লিপের ওপরে চলে যেত, আজ তা হয়নি। তাই চিন্তার কিছু নেই। আমাদের তার প্রতি আস্থা রাখতে হবে...বিশ্বাস করতে হবে যে সে ভালো করবে। ’

গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচে আগামী ১৫ জুন কানাডার মুখোমুখি হবে ভারত।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।