ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চার আসরে 'সুপার এইট' ফরম্যাট রাখলেও পরের চার আসরে তা রাখেনি আইসিসি। তবে এবারের আসরে আবারও পুরনো ফরম্যাটে ফিরে গিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সেই ফরম্যাটে শেষ দল হিসেবে সুপার এইটে উঠল বাংলাদেশ।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার  কাছে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে নাম লেখানোর কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল টাইগাররা। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ের মাধ্যমে যা পূর্ণতা পেল।

চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে বাংলাদেশ ডি গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। পরের ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

এদিকে বিশ্বকাপের প্রথম আসরেই সুপার এইটে খেলে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন আসরে গ্রুপ পর্বের বাধাও টপকাতে পারেনি।     

সুপার এইটের সূচি
গ্রুপ ১: বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া।
গ্রুপ ২: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ।

তারিখ ম্যাচ  ভেন্যু সময়
১৯ জুন দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা রাত সাড়ে ৮টা
২০ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা
২০ জুন আফগানিস্তান-ভারত কিংসটন ওভাল, বার্বাডোজ রাত সাড়ে ৮টা
২১ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা সকাল সাড়ে ৬টা
২১ জুন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া রাত সাড়ে ৮টা
২২ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ কিংসটন ওভাল, বার্বাডোজ সকাল সাড়ে ৬টা
২২ জুন ভারত-বাংলাদেশ স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা রাত সাড়ে ৮টা
২৩ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া আর্নস ভ্যাল, সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা
২৩ জুন যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড কিংসটন ওভাল, বার্বাডোজ রাত সাড়ে ৮টা
২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা সকাল সাড়ে ৬টা
২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া রাত সাড়ে ৮টা
২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান আর্নস ভ্যাল, সেন্ট লুসিয়া সকাল সাড়ে ৬টা

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৪

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।