ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক বদল

বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। পৌঁছেছে সুপার এইটে।

এই পর্বের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  

শক্তিশালী দলটির বিপক্ষে শুক্রবার সকালে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।  বৃষ্টির কারণে ঠিক সময়ে টস হয়নি। হয়েছিল ১৫ মিনিট পর। এরপর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। নিজেদের ওপর আস্থার কথা শুনিয়েছেন মার্শ। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টস জিতলে ফিল্ডিং করতেন।  

এ ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়া একাদশে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এজন্য বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস। বাংলাদেশ দল জাকের আলীর জায়গায় নিয়েছে মাহেদী হাসানকে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।