ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ২২, ২০২৪
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন

সুপার এইটের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে।

নয়তো শেষ হয়ে যাবে সেমিফাইনালের সম্ভাবনা।  

শনিবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এখানকার উইকেটে ১৫০-১৬০ রানকে ভালো মনে হচ্ছে তার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও চেয়েছিলেন ব্যাট করতে, সেটি পেয়ে খুশি তিনি।  

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বসিয়ে নেওয়া হয়েছে জাকের আলিকে। ভারতের একাদশে একটিও বদল আসেনি।  

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।

বাংলাদেশ সময় : ০৮০৪ ঘণ্টা, ২২ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।