ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো তিন জয় পেয়েছে বাংলাদেশ। তবুও সন্তুষ্টি নেই খুব একটা।

কারণ সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও সেটি করে দেখাতে পারেনি তারা। এ নিয়ে হতাশাই বেশি।  

সেটিকে সঙ্গী করেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

দেশে ফেরার পর আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা।

এর মধ্যে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

বাংলাদেশ সময় : ১২০৪ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।