ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে: রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে: রোহিত

ম্যাচ জেতা নিশ্চিত হয়ে গিয়েছে তখন, রোহিত শর্মা গিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলিকে। এরপর শূন্য দৃষ্টিতে একাই কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ভারতীয় অধিনায়ক।

হয়তো ফিরে গেলেন অতীতে। এক যুগের বেশি সময়ের অপেক্ষা ছিল বিশ্বকাপ জেতার।  

বারবার কাছে গিয়েও শিরোপা জিততে পারছিল না তারা। গত বছর ঘরের মাঠে ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। অবশেষে বিশ্বকাপটা জেতা গেছে এবার। এই অনুভূতি জানাতে গিয়েও রোহিত ফিরে গেছেন গত কয়েক বছরের যাত্রায়।  

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু আজকের না, আমরা গত তিন-চার বছর ধরে যা করছি তার ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুলপ্রান্তে থেকেছি। ’

‘কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে কী করতে হবে দেয়াল টপকাতে হলে। আমরা একসঙ্গে থেকেছি, সবাই খুব করে চেয়েছে ট্রফিটা জিততে। আমি এই ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত, তারা আমাদের স্বাধীনতা দিয়েছে যেভাবে খেলতে চেয়েছি তার বাস্তবায়ন করতে। ম্যানেজম্যান্টকেও কৃতিত্ব দিতে হয়। ’

পুরো বিশ্বকাপজুড়ে ভালো করতে পারেননি বিরাট কোহলি। তবুও তার ওপর আস্থা রেখেছেন অধিনায়ক রোহিত। ফাইনালের আগে ৭ ইনিংসে তিনি করেছিলেন ৭৫ রান, দুবার আউট হয়েছিলেন শূন্যতে। ফাইনালে ৫৯ বলে ৭৬ রান করে হয়েছেন ম্যাচসেরা।

তাকে নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো দ্বিধা ছিল না। আমরা জানি তার মান কেমন, বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে। কোহলি আমাদের জন্য একপ্রান্ত ধরে রেখেছে, আমরা চেয়েছি একজন যতটা সম্ভব সময় উইকেটে থাকুক। এখানে কেউ গিয়েই খেলার মতো উইকেট ছিল না। ’

‘এখানেই কোহালির অভিজ্ঞতা চলে এসেছে। আমি তার সঙ্গে অনেক বছর ধরে খেলেছি এমনকি আমিও জানি না কীভাবে সে এসব করে। এটা ছিল মাস্টারক্লাস ইনিংস। তার স্কিলে ভরসা রেখেছে আর সে অনেক আত্মবিশ্বাসী ছিল। ’

বাংলাদেশ সময় : ০১১৫ ঘণ্টা, ৩০ জুন, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।