ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ককে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ককে গুলি করে হত্যা

নিজ পরিবারের সামনে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানা।  

শ্রীলঙ্কান পুলিশ জানিয়েছে, আজ আম্বালাঙ্গোদায় অবস্থিত নিরোশানার বাড়িতে ঢুকে গুলি করে এক দুর্বৃত্ত।

১২ বোরের আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো সেই গুলিতে স্ত্রী ও সন্তানের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী নিরোশানা।

শ্রীলঙ্কার পুলিশ এরইমধ্যে ঘাতককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। তবে লঙ্কান পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, এই হত্যাকাণ্ড সন্ত্রাসী গ্যাংয়ের বিরোধের কারণে হতে পারে।

২০০২ সালে নিরোশানার নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিল শ্রীলঙ্কা। যদিও সিনিয়র দলে সুযোগ হয়নি তার। কিন্তু তার নেতৃত্বে বয়সভিত্তিক দলে খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা এবং পারভেজ মাহরুফদের মতো তারকা ক্রিকেটাররা।

মাত্র ১২টি প্রথম শ্রেণির এবং ৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার পর নিরোশানা মাত্র ২০ বছর বয়সে ক্রিকেট ছেড়ে দেন। ঘনিষ্ঠ বন্ধু দাসুন মানাওয়াদু খুন হওয়া পর দেশও ছাড়েন পেস বোলিং অলরাউন্ডার। তিন মাস আগেই শ্রীলঙ্কায় ফিরেছিলেন তিনি। কিন্তু বন্ধুর মতোই প্রাণ দিতে হলো তাকে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।