২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটিতেই জিততে হবে বাংলাদেশকে। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হেরে গিয়ে সেই সমীকরণ কঠিন করে তুলেছে নিগার সুলতানার দল।
সেন্ট কিটসে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রানের সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ১০৯ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় ক্যারিবীয় মেয়েরা। ওপেনিং জুটিতে আসে ১৬৩ রান। কিয়ানা ৬ চার ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০ রানের ইনিংস। অধিনায়ক ম্যাথুস অপরাজিত ছিলেন ১৬ চারে ৯৩ বলে ১০৪ রান করে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।
এর আগে টসে হেরে ব্যাট করা বাংলাদেশের ওপেনার ফারজানা হক ১০ রান করে আউট হলেও আরেক ওপেনার মুরশিদা খাতুন ৫৩ বলে ৪০ ও তিনে নামা শারমিন আক্তারের শারমিন ৭০ বলে ৪২ ভর করে ভালো ভিত্তি পায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর দলের হয়ে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন শবনম মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে এ দুজনের ৩৫ ও ২৯ রানের ইনিংস দুটি বড় না হওয়ায় বাংলাদেশের ইনিংস আটকে যায় দুই শর আগেই।
বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি জায়গা করবে। বাংলাদেশ দল এখন ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড। বাংলাদেশের এখন সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব খেলতে হবে।
আগামীকাল বুধবার একই ম্যাচে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএইচএম