ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই ৭ উইকেট নিয়ে স্কটিশ বোলারের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
অভিষেকেই ৭ উইকেট নিয়ে স্কটিশ বোলারের ইতিহাস 

ওয়ানডে অভিষেকে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন স্কটল্যান্ডের চার্লি কাসেল। গত সোমবার বিশ্বকাপ লিগ টুয়ে ওমানের বিপক্ষে বল হাতে দারুণভাবে নিজের অভিষেক রাঙান ডানহাতি এই পেসার।

অভিষেকে সেরা বোলিং ফিগারের আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। ২০১৫ সালে মিরপুরে স্রেফ ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। এছাড়া অভিষেকে ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ফিদেল এডওয়ার্ডসেরও। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

কাসেল ছাড়িয়ে যান তাদের দুজনকেই৷ ওমানের বিপক্ষে ৭ উইকেট নিতে ৫.৪ ওভারে স্রেফ ২১ রান খরচ করেন তিনি। স্কটিশ ইতিহাসে এটাই কোনো বোলারের সেরা বোলিং ফিগার৷ ডানেডিনে নিজের প্রথম দুই বলেই উইকেটের দেখা পান এই পেসার। প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিশান মাকসুদকে। পরের বলে উড়িয়ে দেন অয়ন খানের স্টাম্প। এরপর একে একে তার শিকারে পরিণত হন খালিদ কাইল, শোয়েব খান, প্রতীক অথর্ব, মেহরান খান ও বিলাল খান।  

২ উইকেটে ৪৯ রানে থাকা ওমান কাসেলের তোপে পড়ে গুটিয়ে যায় ৯১ রানেই। সেই রান ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।