২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিপুল অর্থ দিচ্ছে আইসিসি।
এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম 'আনন্দবাজার' এমনটাই জানিয়েছে।
'আনন্দবাজার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির মুখ্য অর্থ কর্মকর্তা আজভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য কর্মকর্তা অঙ্কুর খান্না মিলিতভাবে অর্থের পরিমাণ ঠিক করেছেন। এই অর্থ খরচ করা হয়েছে তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ। আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। 'এ' গ্রুপে আছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপের চার দল হচ্ছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমএইচএম