ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ

চুক্তির মেয়াদ চার বছর হলেও দুই বছরের মাথায় ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথু মট।

কোচের পদ ছাড়ার বিষয়টি আজ নিজেই নিশ্চিত করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ।

৫০ বছর বয়সী মটের জায়গায় অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

২০২২ সালে মে মাসে ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের দায়িত্ব নিয়েছিলে মট। দায়িত্ব নেওয়ার পরেই বেন স্টোকস-বাটলারদের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জেতান তিনি। এরপর তার অধীনে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে ইংলিশরা।  

তবে সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে সাফল্য পায়নি ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের পর এ বছর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। এজন্য মেয়াদ শেষ হওয়ার ২ বছর আগেই পদ ছাড়লেন মট।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।