ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অংশুমানের মৃত্যুতে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
অংশুমানের মৃত্যুতে যা বললেন রোহিত

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে মারা যান সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতীয় ক্রিকেটে।

৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গায়কোয়াড় পরে নির্বাচক হওয়ার পাশাপাশি দুই মেয়াদে জাতীয় দলের হেড কোচও ছিলেন।  

তার মৃত্যুর খবরে বড় এক ধাক্কা পেয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'আমি খবরটা শুনে একদমই বিধ্বস্ত হয়ে পড়ে। আমি সৌভাগ্যবান বিসিসিআই অ্যাওয়ার্ডে তার সঙ্গে কিছু কথোপকথন হয়েছে আমার এবং ব্যক্তিগতভাবেও। রঞ্জি ট্রফি খেলার সময় তিনি সেখানে ছিলেন এবং তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। '

'তিনি আমার খেলার কিছু দিক নিয়ে যা বলেছিলেন, তা আমাকে অভিভূত করেছিল। কারণ আমাদের জন্য তিনি একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন। সিনিয়রদের কাছ থেকে শিখতে সবসময়ই ভাল লাগে। বুঝতে পারি আগের সময়ে ক্রিকেট কতটা কঠিন ছিল, কীভাবে খেলা হতো। এরপর তার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়া ও ক্রিকেট সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জেনে ভালো লেগেছে।  আমার কাছে দারুণ এক শিক্ষা ছিল তা। '

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাসখানেক পর আবারও মাঠে ফিরছেন রোহিত শর্মা। কাল থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে ধরছেন অনেকে। কিন্তু রোহিত জানিয়ে দিলেন, এটা আন্তর্জাতিক ম্যাচ, প্র্যাকটিস গ্রাউন্ড নয়।

'এই সিরিজ বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি কি না এ ব্যাপারে আপনারা প্রচুর প্রশ্ন করেন। প্র্যাকটিস গ্রাউন্ড নয়, এটা এখনো আন্তর্জাতিক ম্যাচ। কী অর্জন করতে চাই সেদিকেই নজর রাখতে হবে আমার। কিন্তু কোনোভাবেই এটা প্রস্তুতি, প্র্যাকটিস বা তেমন কিছু নয়। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এবং সিরিজ থেকে ভালো কিছু পেতে চাই। '

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।