ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবরকে আউট করা শরিফুলের জন্য ‘স্বপ্ন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
বাবরকে আউট করা শরিফুলের জন্য ‘স্বপ্ন’

গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটারদের একজন শরিফুল ইসলাম। তিন ফরম্যাটেই দলের জন্য বড় ভরসা এখন এই পেসার।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।  

২০২০ সালে শেষবার পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এবার খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। এই ম্যাচগুলোতে বাবর আজমের উইকেট নিতে চান বলে জানিয়েছেন শরিফুল। যা তার জন্য এক স্বপ্নও বটে।  

শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বপ্নের উইকেট বাবর আজম। আমি যদি তার উইকেট পাই খুব খুশি হব। আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি। উনি খুব ভালো মানুষও। বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার হবে। আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে। ’ 

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে হবে পরের ম্যাচ। প্রথম টেস্টে পেসারদের জন্য সহযোগী উইকেট পাবেন বলে আশা করেছেন শরিফুল। পাকিস্তানের ব্যাটারদের প্রতি সমীহ থাকলেও আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে।

তিনি বলেন, ‘প্রথমত আমি এখনও রাউয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি তারা কিছু ঘাস রেখেছে উইকেটে। আমরা আশা করছি ঘাস থাকবে। প্রত্যেক পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো। ’ 

‘তারা বিশ্বমানের ব্যাটার। কিন্তু আমাদের ভালো বোলিং অ্যাটাক আছে। আমাদের তাদের সঙ্গে লড়তে হবে। আমাদের জন্য কাজটা কঠিন, কারণ তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের তাদের সঙ্গে লড়তে হবে, কীভাবে তাদের আউট করা যায় (উপায়), খুঁজে বের করতে হবে। ’


এ বছরের মার্চে সবশেষ টেস্ট খেলেছিলেন শরিফুল ইসলাম। এরপর থেকে তার সব ব্যস্ততাই ছিল সাদা বলের ক্রিকেটকে ঘিরে। সবশেষ খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। এখন লাল বলের ক্রিকেটের জন্য কীভাবে প্রস্তুত করছেন নিজেকে?

শরিফুল বলেন, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি। ’
 
বাংলাদেশ সময় : ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।