ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসেন দুপুরের দিকে। এর আগে থেকেই তার জন্য অপেক্ষায় ছিলেন বিভিন্ন ধরনের মানুষ।

ক্রীড়া সংগঠক, ক্রিকেটার এমনকি ছিলেন ছাত্ররাও। ক্রীড়া উপদেষ্টা আসতেই সবাই হুড়মুড়িয়ে পড়েন।

গাড়ি থেকে নামতেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাকে। পরে ঢুকেন বিসিবি অফিসে। ওখান থেকে তার সঙ্গী হন সোমবার সকালেই বিসিবিতে আসা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  

তিনিই তাকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখান। বিসিবির ইনডোর, মিডিয়া প্লাজা থেকে শুরু করে একাডেমি মাঠও ঘুরে দেখান।  

পুরোটাতেই তার সঙ্গী ছিলেন তামিম। বিভিন্ন লোকজনের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি। তামিমের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার আলাদা করে বসার কথাও রয়েছে।  

তার বিসিবিতে আসার কারণ পরে সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, বিভিন্ন ফেডারেশন ঘুরে দেখার ধারাবাহিকতা থেকেই এদিন বিসিবিতে এসেছেন আসিফ।  

বিসিবি ও মাঠ পরিদর্শনের পর ক্রীড়া উপদেষ্টা বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিজগুলো আছে সবগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, বিসিবিও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। অবকাঠামোগত ফ্যাসিলিটিজগুলো ঘুরে দেখছিলাম। নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব। '

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।