ম্যাচ শুরু হওয়ার দুদিন আগেই একাদশ ঘোষণা করল পাকিস্তান। অনুমিতভাবেই সেখানে দেখা মিলেছে পেস নির্ভরতার।
আগামী ২১ আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট। ঘরের মাঠে ২৮ বছর পর পাকিস্তানের বোলিংয়ে দেখা যাবে সর্বোপরি পেসারদের আধিপত্য। ১৯৯৫ সালে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে একাদশে ছিলেন আকিব জাভেদ, মোহাম্মদ আকরাম, আমের নাজির ও আতা-উর-রহমান। তবে সেই ম্যাচে আমের সোহেল ওপেনিংয়ের পাশাপাশি বল হাতে স্পিনও করেন।
আমের সোহেলের জায়গায় এবার সেই দায়িত্বে দেখা যেতে পারে আগা সালমানকে। এছাড়া পেসার হিসেবে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলী।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এএইচএস