ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজে ‘ভালো কিছুর’ জন্য ফর্মে থাকার প্রত্যাশা মিরাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ভারত সিরিজে ‘ভালো কিছুর’ জন্য ফর্মে থাকার প্রত্যাশা মিরাজের

পাকিস্তান সফরে বাংলাদেশ এমন কিছু করে দেখিয়েছে তা হয়তো কেউ কল্পনাও করেনি। তাই আসন্ন ভারত সফর নিয়েও প্রত্যাশা এখন আকাশচুম্বী।

সেখানে ভালো কিছু করতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগাররা। তবে ফর্ম ধরে রাখাটাও জরুরি বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ভারত সিরিজে মিরাজের ওপর নজরটা থাকবে আলাদাভাবে। পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করা সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

আজ মিরপুরে সাংবাদিকদের এই অলরাউন্ডার বলেন, 'প্রতিটা সিরিজই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই। পারফর্ম করেছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। '

'আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব। ' 


ভারতের উইকেট নিয়ে মিরাজ বলেন, 'দেখুন, টেস্ট ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। প্রতিটি সেশন, প্রতিটি বল, সবটাই চ্যালেঞ্জের। ব্যাটার-বোলার, সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটাররাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। ' 

'আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে। '

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর। অনুশীলন শুরু করলেও এখনও সিরিজটির জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।  ভারতের সঙ্গে লড়াই করলে ভালো করার সুযোগ থাকবে বলে জানান মিরাজ, 'চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আশা করছি ওদের যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি। '

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।