ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করল আফগানিস্তান

আরব আমিরাতে ইতিহাস গড়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি।

প্রথমবারের মতো আইসিসির শীর্ষ পাঁচ দলের একটিকে হারানোর রেকর্ড গড়েছে তারা। সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও।  

শারজাহতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে স্রেফ ১০৭ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় আফগানিস্তান। এই রান তাড়ায় নেমে ১৪৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে তারা। দ্বিতীয়টিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৩১১ রান। জবাবে স্রেফ ১৩৪ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রোটিয়ারা। ১৭৭ রানের বিশাল জয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানরা। যদিও শেষ ম্যাচে হারতে হয় তাদের। তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলে রশিদ-গুরবাজরা।  

এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন তরুণ ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। গড়েন বেশ কয়েকটি রেকর্ডও। দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের দারুণ ইনিংস খেলার পর তৃতীয়টিতে করেন ৮৯ রান। ২৩ বছর বয়স পূর্ণ করার আগে ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার স্পর্শ করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। এই তালিকায় অষ্টম সেঞ্চুরিতে তাদের ওপর আছেন কেবল শচিন টেন্ডুলকার ও কুইন্টন ডি কক। অর্থাৎ, আর একবার সেঞ্চুরি করলেই এই দুজনকেও স্পর্শ করবেন গুরবাজ।  

অপরদিকে বোলিংয়ে বাজিমাত করেছেন রশিদ খান। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠে নামা এই তারকা স্পিনার দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইনজুরি বেশি হওয়ার কারণে অবশ্য খেলতে পারেননি তৃতীয়টিতে। কিন্তু আগের দুই ম্যাচ জয়ে আছে তার বড় অবদান।  

ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর র‌্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান নবম। তাদের রেটিং পয়েন্টি ৮২। ৮৬ পয়েন্ট নিয়ে আফগানদের উপরে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা দলটি অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রুপেই রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আসরে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।