ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
দ. আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশের মেয়েরা

ওপেনারদের ব্যর্থতার পর প্রতিরোধ গড়লেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। যদিও মন্থর ইনিংসে খুব বেশি রান করতে পারেননি তারা।

মোস্তারি বিদায় নিলেও শেষ পর্যন্ত ব্যাট করে যান জ্যোতি। দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০৬ রান।  

ইনিংসের দ্বিতীয় বলেই মারিজানে ক্যাপের ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার দিলারা আক্তার। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৩৬ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারি ও সাথী রানী। অষ্টম ওভারে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে সাথী বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩০ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন তিনি।

তৃতীয় উইকেটে জুটি গড়ে দলের হাল ধরেন জ্যোতি ও মোস্তারি। যদিও তারা রান তুলতে পারছিলেন না দ্রুতগতিতে। ৫৬ বলে তাদের জুটিটি ছিল ৪৫ রানের। অষ্টাদশ ওভারে এমলাবার বুঝে উঠতে পারেননি মোস্তারি। বোল্ড হয়ে ৪৩ বলে ৩৮ রান করে ফেরেন তিনি। তবে জ্যোতি লড়তে থাকেন শেষ পর্যন্ত। ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।