ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কর্নওয়ালকে সিলেট, আকিফ ও ক্যাম্ফারকে নিয়েছে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
কর্নওয়ালকে সিলেট, আকিফ ও ক্যাম্ফারকে নিয়েছে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট শুরু হয়েছে। সোমবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়।

প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের নেওয়ার পর বিদেশিদের নিয়েছে বাংলাদেশ। প্রতিটি দল দেশি চারজন ক্রিকেটার করে নিয়েছে। তবে এর মধ্যেও সুযোগ পাননি রিশাদ হোসেন।  

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্যারিবীয়ান রাকিম কর্নওয়ালকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিদেশিদের প্রথম দুটি ডাকে আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফারকে নিয়েছে রংপুর রাইডার্স।  

এখন অবধি কেমন হলো দলগুলো

দুর্বার রাজশাহী- 

দেশি ড্রাফট থেকে- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন।
ড্রাফট থেকে বিদেশি- সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
সরাসরি চুক্তি- এনামুল হক বিজয়।


ঢাকা ক্যাপিটালস- 

ড্রাফট থেকে দেশি- লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ড্রাফট থেকে বিদেশি- সায়েম আইয়ুব, আমির হামজা।

সরাসরি চুক্তি- মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি সরাসরি চুক্তি- জনসন চার্লস, স্টিফেন এসকানজি।


চিটাগাং কিংস- 

দেশি ড্রাফট থেকে- শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।
বিদেশি ড্রাফট থেকে-গ্রাহাম ক্লার্ক, থমাস ও'কনেল।

দেশি সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
বিদেশি সরাসরি চুক্তি- মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।

খুলনা টাইগার্স- 

ড্রাফট থেকে দেশি- হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন।  
ড্রাফট থেকে বিদেশি- মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

সরাসরি চুক্তি- মেহেদী হাসান মিরাজ
রিটেইন- আফিফ হোসেন, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স- 

ড্রাফট থেকে দেশি- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান।  
ড্রাফট থেকে বিদেশি- আকিফ জাবেদ, কার্টিস ক্যাম্ফার।

সরাসরি চুক্তি- মোহাম্মদ সাইফউদ্দিন।
রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান।

সিলেট স্ট্রাইকার্স- 

ড্রাফট থেকে দেশি- রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন,  আরফাত সানি।
ড্রাফট থেকে বিদেশি- রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি।

সরাসরি চুক্তি- জাকের আলী।
রিটেইন- তানজিম হাসান সাকিব, জাকির হাসান।


ফরচুন বরিশাল- 

ড্রাফট থেকে দেশি- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল।
বিদেশি ড্রাফট থেকে-জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা।

সরাসরি চুক্তি- তাওহীদ হৃদয়।
রিটেইন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
বিদেশি সরাসরি চুক্তি- কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি।

বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।