ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভেরেইনা-মুল্ডার জুটিতে বড় লিডের পথে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ভেরেইনা-মুল্ডার জুটিতে বড় লিডের পথে প্রোটিয়ারা

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের সকালটাও হতাশায় কেটেছে বাংলাদেশের। যদিও আগের দিন তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং আশা জাগিয়েছিল বেশ।

কিন্তু দক্ষিণ আফ্রিকার সেই লিড এখন একশ ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ২২৪ রান করেছে তারা, লিড ১১৮ রানের।

সকালের প্রথম ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো একটি উইকেটও পায়নি বাংলাদেশ। দারুণ  খেলতে থাকা কাইল ভেরেইনা তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ব্যাট করছেন ৬৫ রানে। ভিয়ান মুল্ডারের সঙ্গে সপ্তম উইকেটে তার জুটিও শতরান পেরিয়েছে। যোগ্য সঙ্গে দেওয়া মুল্ডার ৫৩ রানে অপরাজিত আছেন। এটাই তার ক্যারিয়ারের প্রথম ফিফটি।

মিরপুরে এর আগে গতকাল প্রথম ইনিংসে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাইজুল একাই নেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।