ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট খেলার আগে রিশাদকে কী শিখতে বলছেন মুশতাক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
টেস্ট খেলার আগে রিশাদকে কী শিখতে বলছেন মুশতাক

বোর্ড সভাপতি হিসেবে ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলনে আলাদা করে কথা হয়েছিল একজন ক্রিকেটারকে নিয়ে। দল নির্বাচনে হস্তক্ষেপ করবেন না জানিয়ে তিনি তখন জানিয়েছিলেন, রিশাদ হোসেনকে দেখতে চান টেস্ট ক্রিকেটেও।

 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিলেন রিশাদ। এরপর থেকে তাকে নিয়ে আশা বাড়ছে। বাংলাদেশের জন্য একরকম সোনার হরিণ লেগ স্পিনে দলকে ভরসা দিচ্ছেন তিনি। রিশাদের উন্নতিতে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও।  

তার সঙ্গে কাজের একটা প্রতিফলন রাখছেন রিশাদ, ভাবা হচ্ছে এমন। মুশতাককে পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনশেষে। সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় রিশাদকে কীভাবে দেখছেন, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে দেখেন কি না।  

উত্তরে মুশতাক বলেন, ‘আমার মনে হয় সে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলে। বিশ্বকাপ তো দেখলেনই। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে, আন্তর্জাতিক পর্যায়ে তার ওপর নজর আছে। সে আপনাকে উইকেট এনে দিতে পারে, যেকোনো সময় ম্যাচ জেতাতে পারে। ’ 

‘দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার, ভালো গুগলি দেওয়াও শিখছে। তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। ভালোভাবে ৪-১০ ওভার করার সাথে ওকে ২৫ ওভার করাও শিখতে হবে, আর তা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব। ’

মুশতাক আহমেদ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বেশি কিছু সাফল্য আছে। যদিও সব সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজসহ বাকি স্পিনারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও জানতে চাওয়া হয় মুশতাকের কাছে।

তিনি বলেন, ‘দারুণ (অভিজ্ঞতা)। দারুণ কিছু ছেলে আছে দলে। সাথে কোচরাও, প্রত্যেক মানুষ। ছেলেরা শিখতে মরিয়া। বিশেষ করে স্পিন বিভাগ। একটু সময় লাগবে, তবে স্পিনার হিসেবে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলেই ভালো করা সম্ভব। তারা পরিস্থিতি, ফিল্ড সেটআপ, টেকনিক, কখন অ্যাটাক করবে কখন করবে না, কীভাবে উইকেট বাগিয়ে নেবে- সব শিখতে আগ্রহী। ’

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।