ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০ ওভারে ৩৪৪ রান নিয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
২০ ওভারে ৩৪৪ রান নিয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড!

সিকান্দার রাজার পাওয়ার হিটিং সম্পর্কে অজানা নয় কেউই। এবার যেন সেটি আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলেন ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস। দলকে এনে দেন ৩৪৪ রানের রেকর্ড সংগ্রহ।  

নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আজ রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৪৪ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই। দ্বিতীয় রেকর্ডটি নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩১৪ রান তোলে।  

এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দলগত সর্বোচ্চ রান ছিল ৫ উইকেটে ২৮৬ রান। যেটি এই আসরেই করেছিল তারা। সিশেলসের বিপক্ষে।

রেকর্ডের এই যাত্রায় ৩৩ বলে শতক পূর্ণ করা রাজা ৪৩ বলে করেন ১৩৩ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ ছক্কা ও ৭ চারে। রাজার এই ১৫ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর তার ৩৩ বলে সেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। যৌথভাবে থাকা আরেকজন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন। এই তালিকায় ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।