ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত স্যান্টনার-ল্যাথাম, এক যুগ পর সিরিজ হারের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
দুর্দান্ত স্যান্টনার-ল্যাথাম, এক যুগ পর সিরিজ হারের শঙ্কায় ভারত সংগৃহীত ছবি

পুনে টেস্টেও হারের শঙ্কায় পড়েছে ভারত। প্রথমে বল হাতে স্বাগতিকদের নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ড।

পরে নিজেরা ব্যাটিংয়ে নেমে তুলে নিয়েছে বড় লিড। তাতে দ্বিতীয় দিন শেষেই জয়ের ঘ্রাণ পাচ্ছে কিউইরা।

সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে আজকের দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। তাদের লিড এখন ৩০১ রানের। সফরকারীদের এত বড় লিডের পেছনে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক টম ল্যাথাম। ১৩৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত আছেন কিউই উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল। যদিও বল হাতে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর একাই কিউইদের ৫টির মধ্যে ৪টি উইকেটই তুলে নিয়েছেন। কিন্তু তাতে সফরকারীদের লিড বড় হওয়া ঠেকানো যায়নি।  

এর আগে বল হাতে ভারতীয় ইনিংস ধসিয়ে দেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। মাত্র ৫৩ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। টেস্টের এক ইনিংসে কিউই স্পিনারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এটি। আরেক স্পিনার আজাজ প্যাটেল ২০২২ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন।  

স্যান্টনারের তোপে মাত্র ১৫৬ রানেই নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ভারত। ভারতের মাত্র ৩ ব্যাটার ৩০ রান বা তার বেশি করতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ৩০ রান করে করেন যশস্বী জয়সওয়াল এবং শুবমান গিল।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৯ রান তুলেত পারে। সর্বোচ্চ ৭৬রান করেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। সেই ইনিংসে ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর মাত্র ৫৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন। দুই ইনিংসে মিলিয়ে এখন পর্যন্ত তার উইকেট ১১টি।

ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানের হারের পর থেকেই ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত। কিছুদিন আগেই তারা বাংলাদেশকে ধবলধোলাই করেছে। এক যুগ পর সেই ভারত আবারও সিরিজ হারানোর শঙ্কায়। সিরিজে এখন পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন):

নিউজিল্যান্ড ২৫৯ ও ১৯৮/৫ (ল্যাথাম ৮৬, ব্লান্ডেল ৩০*; ওয়াশিংটন ৫৬/৪)
ভারত ১৫৬ (জাদেজা ৩৮; স্যান্টনার ৫৩/৭)
দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ৩০১ রানে এগিয়ে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।