ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত কেন খেলতে আসবে না, আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ভারত কেন খেলতে আসবে না, আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে পাকিস্তান

পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে অনাগ্রহের বিষয়টি আরও জটিল হয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তান নিজেদের সম্ভাব্য সব কিছুই ঠিক করে রেখেছে।

অন্যদিকে ভারত কোনোভাবেই পাকিস্তানে যেতে নারাজ। এমতাবস্থায় ভারত কেন খেলবে না, এই বিষয়টি জানতে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে ইতোমধ্যে সরকারের আদেশে সব রকম আইনি পরামর্শ সম্পন্ন করেছে পিসিবি কর্মকর্তারা। ভারতের বিষয়েও নেওয়া হয়েছে পরামর্শ। তাদের অনাগ্রহের ব্যাপারে আইসিসির কাছে চিঠি দেবে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ হিসেবে ভারতের কোনো নৈতিক বা আইনি ভিত্তি দেখছে না পাকিস্তান। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা পিসিবিকে এই বিষয়ে বাকি বোর্ডগুলোকে জড়িত করার নির্দেশ দিয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান সবসময় ইতিবাচক মনোভাব এবং আচরণ বজায় রেখেছে।  

এর আগে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার ব্যাপারে আইসিসিকে মেইলের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখানে যেহেতু আইসিসি মূল কর্তৃপক্ষ। তাই ভারত কেন পাকিস্তানে খেলবে না এই ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে মেইল পাঠানোর চিন্তা করছে পিসিবি।

ভারত যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে পাকিস্তান সম্ভাব্য অন্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এর মধ্যে আছে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন। এমনকি ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান।

এদিকে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। যদিও পিসিবি সেটা মনে করছে না। তাদের মতে, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানও মূখ্য ভূমিকা রাখে। ম্যাচের প্রেক্ষাপটে উভয় দেশের সমান তাৎপর্য।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।