ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

একসময় জাতীয় দলের নিয়মিত মুখ, তারকা ওপেনার ইমরুল কায়েস সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলছেন। একই সঙ্গে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন ইমরুল।  

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে যাচ্ছি। আমি খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ারের খুব কঠিন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ও প্রথম শ্রেণির ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার (ক্রিকেট) জীবনের ১৭ বছরের সবচেয়ে আবেগের ও কঠিন একটি মুহূর্ত। ’

আগামী ১৬ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে খুলনা। এই ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন ইমরুল। তার ক্যারিয়ারের শুরুও হয়েছিল ঢাকার বিপক্ষেই।  

২০০৭ সালে খুলনায়ই তার অভিষেক হয়েছিল। এরপর সবমিলিয়ে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ইমরুল। ২৪৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি আছে তার। ৩৩.৭৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। বল হাতে ছয়টি উইকেটও আছে তার।  

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরের বছর টেস্ট ক্রিকেটেও পথচলা শুরু হয় ইমরুলের। ব্লুমফেন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর সবমিলিয়ে ৩৯ টেস্টে মাঠে নেমেছেন ইমরুল, ২৪.২৮ গড়ে করেছেন ১৭৯৭ রান। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্টটি খেলেছিলেন তিনি।  

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেও রঙিন পোশাকে খেলবেন ইমরুল। আসন্ন বিপিএলেও তার খেলার কথা রয়েছে। কয়েক বছর ধরে ইমরুল মনোযোগ দিয়েছেন ‘এমকেএস’ নামের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।