ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৩ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৩ নভেম্বর

খুলনা: বর্ণাঢ্য আয়োজনে আগামী ২৩ নভেম্বর খুলনাতে অনুষ্ঠেয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সফল করতে খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে সার্বিক দিক-নির্দেশনা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় ভেন্যু পরিদর্শন করবেন বিএনপি নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, ‘সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এ টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাধুলাকে সার্বজনীন হিসেবে জাতির সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস বলে উল্লেখ করেন তিনি।

সভায় সর্বসম্মতভাবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে আহ্বায়ক ঘোষণা করা হয়। খুলনা বিভাগের ১০ জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।

এছাড়া গঠিত উপ-কমিটিগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিন (খুলনা মহানগর ও জেলা বিএনপির সব থানা/উপজেলা শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হবেন), ভেন্যু ব্যবস্থাপনা ও সাজ-সজ্জা উপকমিটির আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শাহ আসিফ হোসেন রিংকু, আপ্যায়ন (মাঠ) উপ-কমিটির আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর, আবাসন উপ-কমিটির আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাজ-সজ্জা উপ-কমিটির আহ্বায়ক শেখ সাদী, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এহতেশামুল হক শাওন, মেডিকেল উপ-কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা কামাল, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, দপ্তর উপ-কমিটির আহ্বায়ক বদরুল আনাম খান ও সদস্য সচিব শরিফুল ইসলাম টিপু।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।