ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২৭১ রানের জবাবে ৭ রানে অলআউট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
২৭১ রানের জবাবে ৭ রানে অলআউট!

আগে ব্যাট করে একটি দল করল ২৭১ রান। জবাবে অন্য দলটি অলআউট হলো মাত্র ৭ রানে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।  

ঘটনাটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের। যে ঘটনায় ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।

গতকাল হওয়া এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরিকোস্টের বোলারদের ওপর তাণ্ডব চালায় নাইজেরিয়া। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭২ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়।

আইভরিকোস্ট প্রথম উইকেট হারায় দলীয় ৪ রানে। এরপর বাকি ৩ রান তুলতেই একে একে বিদায় নেন বাকি ৯ ব্যাটার। এর মধ্যে দলীয় ৭ রানেই আউট হন তিন ব্যাটার। টি-টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় আর দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।