ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন সংগৃহীত ছবি

নয় বছর আগে প্রশ্নবিদ্ধ হয়েছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার।

নিয়ম অনুযায়ী ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাকে।  

গত ১ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানে জয় পায় চিটাগাং কিংস। ওই ম্যাচ জিতে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয় তাদের। ম্যাচে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন সানি। এরপরই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। তার সঙ্গে সন্দেহের তালিকায় ছিলেন তাসকিন আহমেদও। পরে দুজনেই বোলিং অ্যাকশন শুধরে বোলিং করার অনুমতি পান।  

এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নেওয়া সানি ছাড়া আরও একজন বোলারের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি হলেন তরুণ স্পিনার আলিস আল ইসলাম। তিনিও চিটাগাংয়ের খেলোয়াড়। এরইমধ্যে পরীক্ষা দিয়েছেন আলিস। তবে ফলাফল এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।