শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে তিন দলের ভাগ্যই ঝুলে ছিল। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে লঙ্কানরা।
হারের পর আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট স্বাভাবিকভাবেই হতাশ। তার মতে, প্রায় ১৭০ রান তোলার পরও তারা ভালো অবস্থায় ছিল। কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতা আফগানিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
হেরে ট্রট বলেন, ‘খুবই হতাশাজনক এবং মেনে নেওয়া কঠিন। আমরা ভেবেছিলাম নবীর দুর্দান্ত ইনিংসের পর স্কোরটা জেতার মতোই হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সত্যিই ভালো খেলেছে। আমরা পাওয়ার প্লেতে বোলিংয়েও ছন্দে ছিলাম না। অনেক ভুল করেছি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে। এভাবে বড় টুর্নামেন্টে ম্যাচ জেতা যায় না। ’
বাংলাদেশের বিপক্ষে হারের কথাও উল্লেখ করেন তিনি। সেই ম্যাচে ৮ রানে হেরে মূলত পিছিয়ে পড়ে আফগানরা। তাই শ্রীলঙ্কা ম্যাচ শেষে ট্রট বাংলাদেশকেও কৃতিত্ব দেন। তিনি বলন, ‘পুরো কৃতিত্ব বাংলাদেশের, যারা সুযোগ কাজে লাগিয়ে সুপার ফোরে গেছে। ’
নাভিন উল হকের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে বলেও জানান আফগান কোচ। ট্রট যোগ করেন, ‘হ্যাঁ, নাভিনকে মিস করেছি। সে ফিট থাকলে হয়তো ভিন্ন রকম দল পেতাম, ভিন্ন ফলও আসতে পারত। ’
এফবি/আরইউ