ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সুপ্তা পরিশ্রমী, সালাউদ্দিন ভাইয়ের নার্সিংয়ে ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
‘সুপ্তা পরিশ্রমী, সালাউদ্দিন ভাইয়ের নার্সিংয়ে ছিল’

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে আগ্রহ এখন সবার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জাতীয় দলের হয়ে নেমেছিলেন দেড় বছর বাদে।

ফিরেই তিনি করেছেন বাজিমাত। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন সুপ্তা।  

তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ রেকর্ড সংগ্রহ পায়, পরে জয় পায় রেকর্ড ১৫৪ রানে। যেকোন ক্রিকেটারের জন্যই দেড় বছর মাঠের বাইরে থাকা কঠিন। মেয়েদের জন্য সেটি একটু বেশিই, কারণ ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ থাকে না। এ পরিস্থিতি সুপ্তার ফেরাকে কীভাবে দেখছেন?

প্রশ্নের উত্তরে নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক শুক্রবার মিরপুরে বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল। ’

সুপ্তার সামনে সুযোগ ছিল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হওয়া। অবশ্য বাংলাদেশের সেঞ্চুরি করেছেন একজনই। বাদ পড়ার পর একদমই ভালো করতে পারছিলেন না সুপ্তা। তার এমন বদলকে কীভাবে দেখছেন? 

এ প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘সেটা আমি প্রথমে বলেছি মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিক সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভর; তবে এখন মনে হচ্ছে সবাই সক্ষম রান করার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।