ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তানজিম উইকেট পেলেও হেরেছে গায়ানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
তানজিম উইকেট পেলেও হেরেছে গায়ানা

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে তানজিম হাসান সাকিবের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ভিক্টোরিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে তারা।

প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় গায়ানা। ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে মঈন আলী। এছাড়া ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রান আসে শেই হোপের ব্যাট থেকে। ভিক্টোরিয়ার হয়ে দুটি উইকেট নেন জ্যাকসন স্মিথ।

তাড়া করতে নেমে ৯ ওভারের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভিক্টোরিয়া। কিন্তু স্কট এডওয়ার্ডস (৩১) ও কারিমা গোরের (২৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। তানজিম ৪ ওভার বোলিংয়ে ৩৪ রান খরচ করে একটি উইকেট উইকেটের দেখা পান। এডওয়ার্ডসকে বোল্ড করেন ডানহাতি এই পেসার। এছাড়া অধিনায়ক ইমরান তাহির নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়:  ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।