ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যাটট্রিক হারে শেষ সাকিবদের টি-টেন মিশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
হ্যাটট্রিক হারে শেষ সাকিবদের টি-টেন মিশন

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তবে বাংলা টাইগার্সের সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক হার ঠেকানোর।

কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। বিদায়ের আগেও হারল সাকিব আল হাসানের দল।

২০২৪ আবুধাবি টি-টেন লিগে নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবসের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স। আগে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছিলেন সাকিবরা। জবাবে ৩ উইকেট হারালেও ৮ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইউপি।  

৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইউপির অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ ২ রান করে বিদায় নিলেও ৩৬ রান করা আভিষ্কা ফার্নান্দো ও ২৭ রান করা আন্দ্রে ফ্লেচার ঠিকই ম্যাচ বের করে নেন। শেষদিকে ৫ বলে ১৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নজিবুল্লাহ জাদরান।

বল হাতে সাকিব ভালোই করেছেন। ২ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র ১২ রান। কিন্তু বাকিরা কেউ রান ঠেকাতে পারেননি।

এর আগে বাংলা টাইগার্স মোটামুটি ভালো শুরু পেয়েছিল। দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ মিলে তুলেছিলেন ৪৪ রান। কিন্তু তাদের রান তোলার গতি ছিল মন্থর। এই জুটি ভাঙার পাশাপাশি এক ওভারে ৩ উইকেট নিয়ে জোর ধাক্কা দেন ইউপির পেসার টাইমাল মিলস।  

ষষ্ঠ ওভারে জাজাই ২৩ বলে ২৪ রান করে মিলসের প্রথম শিকারে পরিণত হন। ওই ওভারের তৃতীয় বলে তিনে নামা লিয়াম লিভিংস্টোনকে (০) বিদায় করেন মিলস। এক বল পরে দাশুন শানাকা (০) ফেরেন একই বোলারের বলে। শেষদিকে ১৫ বলে ২৭ রান করে প্রতিরোধ গড়েছিলেন ইফতিখার আহমেদ। আর সাকিব ছয় নম্বরে নেমে ১ বল খেলে কোনো রান করতে পারেননি।

এই জয়ে শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ইউপির। ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। তবে পরের তিন দলের পয়েন্ট ৬ করে। তারা এক ম্যাচ করে কম খেলেছে। ফলে তাদের ম্যাচের ফলাফলের ওপর ইউপির কোয়ালিফাই করা নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।