ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান-নাহিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান-নাহিদ

অবশেষে পাঁচ ঘণ্টা পর অনুষ্ঠিত হলো টস। অথচ সকাল থেকেই নেই বৃষ্টির কোনো আভাস।

তপ্ত রোদ পড়তে দেখা গেছে মাঠে। কিন্তু গত সপ্তাহ ধরে জ্যামাইকায় টানা বৃষ্টির কারণে স্যাবাইনা পার্কের আউটফিল্ড ছিল ভেজা। যার ফলে টসের জন্য সময় বের করতে পাঁচ ঘণ্টা লেগে যায়। যেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  

সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের একাদশে পরিবর্তন অনুমিতই ছিল। শরিফুল ইসলাম ও জাকির হাসানের জায়গায় এই ম্যাচে খেলছেন নাহিদ রানা ও সাদমান ইসলাম। যদিও ক্যারিবিয়ানরা খেলছে একই একাদশ নিয়ে।

এই ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি টেস্ট খেলার কীর্তি গড়লেন ক্রেইগ ব্র্যাথওয়েট। টানা ৮৬ টেস্ট খেলে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে (৮৫)।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, কাভেম হজ, আলিক আথানেজ, জাস্টিন গ্রিভস, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস, শামার জোসেফ।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, সাদমান ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

বাংলাদেশ সময়

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।