ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে জাতীয় দলে ফেরার উপায় বাতলে দিলেন বিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
সাকিবকে জাতীয় দলে ফেরার উপায় বাতলে দিলেন বিসিবি প্রধান

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। কারণ বেশ কয়েকটি অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

পরে নিরাপত্তা শঙ্কায় দেশে আসতে না পারায় ঘরের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে পারেননি তিনি।  

সর্বশেষ আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে না থাকায় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ মনে করেন, সাকিবের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তবে এজন্য সাকিবকেই এগিয়ে আসতে হবে। 'ক্লিয়ারেন্স' পেতে হবে আইনি সংস্থা ও সরকারের কাছ থেকে।

আজ রোববার (১ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় ‘তারুণ্যের উৎসব-২০২৫' । বিপিএলের একাদশতম আসরের মাসকট উন্মোচিত হয় এই অনুষ্ঠানে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ। অনুষ্ঠানে সাকিবের দলে না থাকা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান

সাকিব নিজে অবশ্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই অলরাউন্ডার দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না পারলেও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডেটা চালিয়ে যেতে চান। যদিও গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার না থাকা প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। পরে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সম্প্রতি শেয়ার বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। জব্দ করা হয়ে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব। এসব কারণে বিসিবি এখনও সাকিবের জন্য 'দরজা খুলতে পারছে না', এমনটাই জানিয়েছেন ফারুক।

একটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, সাকিব চেয়েছিলেন, তার জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। এছাড়া তার দেশে-আসা যাওয়া যেন অবাধ হয়। কিন্তু তার এমন চাওয়া পূরণ করতে রাজি হয়নি বিসিবি। তাদের ওই সামর্থ্যও নেই বলে জানিয়েছিলেন ফারুক। তবে সাকিব চাইলে এসব সমস্যার সমাধান করে দলে ফিরতে পারবেন।  

সাকিবের করণীয় নিয়ে বিসিবি প্রধান বলেন, 'সাকিবের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো উত্তর নেই। আমি তাকে খেলাতে চাই, কিন্তু তার অনুপস্থিতির সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই। যেসব কারণে সে দলে আসতে পারছে না, সেসবের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালত সম্পৃক্ত। এসব নিয়ে কথা বলা আমার জন্য সহজ নয়। যদি এসব সমস্যার সমাধান করা যায়, আমি এখনও মনে করি, সাকিবের এখনো জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। '

'একটা ফ্র্যাঞ্চাইজি লিগ (সাকিব সর্বশেষ আবুধাবি টি-টেন লিগে খেলেছেন) খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। এজন্য প্রস্তুত থাকতে হয়। সে এখন যেহেতু এটি করতে পারছে না, আমার মনে হয় সে এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থাতে নেই'- শেষ করেন ফারুক।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।