ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

যুব এশিয়া কাপ

নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বোলারদের দাপটে লক্ষ্যটা থাকে নাগালের ভেতরই। তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও আজিজুল দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক আকাশ ত্রিপাঠির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান  হোসেন। এছাড়া একটি করে শিকার সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি ও আজিজুল।

তাড়া করতে নেমে প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কালাম সিদ্দিকি। তবে আবরার ও আজিজুল মিলে বেশ ভালোভাবেই সামাল দেন তা। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৯০ রান। এরপর যুবরাজ খাত্রির হাত ধরে কিছুটা আশা খুঁজে পায় নেপাল। দ্রুতই একে একে চারটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

শুরুটা হয় আবরারকে দিয়ে। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানে বিদায় নেন তিনি। এরপর শিহাব জেমস ও রিজান সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ফরিদ হাসানও ১৩ রানের বেশি টিকতে পারেননি। তবে দেবাশীষ দেবাকে (৫*) বাকিটা পথ পাড়ি দেন আজিজুল। বাংলাদেশ অধিনায়ক ৭২ বলে ২ চার ও ৩ ছক্কায়  অপরাজিত থাকেন ৫২ রানে।

নেপালের আগে আসরের শুরুতে আফগানিস্তানকে  হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে তারা। কেননা আফগানিস্তানকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।