ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নসিবে যা লেখা আছে, সেটাই হবে: জাহানারা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
নসিবে যা লেখা আছে, সেটাই হবে: জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলা হয়নি জাহানারা আলমের। মাঝে বছরখানেক বিরতি দিয়ে জাতীয় দলে ফেরার পর অনেকটাই অনিয়মিত তিনি।

তবে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সুযোগ পান জাহানারা।  

ফেরার ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট নেন এই পেসার। দলও ম্যাচ হেরেছে ১২ রানে। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হার সেটি কিছুটা ম্লান করে দিয়েছে বলে জানান জাহানারা। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এসব নিয়ে কথা বলেছেন তিনি।  

জাহানারা বলেন, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। ’

‘তবে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চারজন খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে। ’

আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুতেই ধাক্কা খেয়েছে। ১৭০ রান তাড়া করতে নেমে পারেনি স্বাগতিক মেয়েরা। এক সময় ভালো অবস্থায় থেকেও পায়নি জয়ের দেখা। এ নিয়েও কথা বলেছেন জাহানারা।  

তিনি বলেন, ‘১৬৯ রান, ১৭০ টার্গেট, এটা আমার কাছে মনে হচ্ছে আমরা যদি শুরুটা ভালো করি এবং পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব। ১০-১১ ওভারে আমরা শতরানের বেশি করেছিলাম। এটা আমাদের জন্য বড় একটি সংগ্রহ ছিল, ওপেনিং জুটি বলতে পারেন। তারপরও আমরা আশাবাদী ছিলাম। কিন্তু শেষের দিকে হয়ত কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের চারজন ব্যাটার ছন্দে ফেরাতে পরের ম্যাচগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।