ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

নভেম্বরের সেরা ক্রিকেটার হারিস রউফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, ডিসেম্বর ১১, ২০২৪
নভেম্বরের সেরা ক্রিকেটার হারিস রউফ

ওয়ানডে সিরিজে গত মাসে বল হাতে আলো ছড়িয়েছিলেন পাকিস্তানের হারিস রউফ। তার পুরস্কারও পেলেন তিনি।

ভারতের জসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন তিনি।  

আজ আইসিসি নিজেদের ওয়েবসাইটে নভেম্বরের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। মাসটি জুড়ে হারিস রউফ ৬টি ওয়ানডে খেলেছেন। সবমিলিয়ে পেয়েছেন ১৩ উইকেট। আর ৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সিরিজজয়ে রাখেন বড় অবদান। সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।  

এদিকে গত মাসে মেয়েদের সেরার স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের ওয়াট হজ। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।