ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গিলেস্পিকে নিয়ে নতুন ঝামেলায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
গিলেস্পিকে নিয়ে নতুন ঝামেলায় পাকিস্তান

নেতিবাচক কারণে খবরের শিরোনাম হওয়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নতুন করে তারা ঝামেলায় পড়েছে লাল বলের কোচ জেসন গিলেস্পিকে নিয়ে।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে অনিচ্ছুক তিনি।  

মূলত সাম্প্রতিক সময়ে পিসিবির কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রকাশ করেছেন গিলেস্পি। তবুও বৃহস্পতিবার টেস্ট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল তার। কিন্তু সাবেক এই অজি পেসারের কোনো খোঁজ পাওয়া যায়নি। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানায়, হয়তো গিলেস্পি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও পিসিবির কাছে এনিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর মেলেনি।

চলতি বছরের এপ্রিলে লাল বলের কোচ হিসেবে গিলেস্পির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করে পিসিবি। কিন্তু সাবেক এই অজি পেসারের অধীনে প্রথম সিরিজেই বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারলেও পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় সিরিজ। তবে এই সিরিজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় গিলেস্পির অগোচরেই। এর মধ্যে দলের সহকারী কোচ টিম নিলসনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যা মোটেই ভালোভাবে নেননি গিলেস্পি।

সাদা বলের কোচ গ্যারি কারস্টেনের পদত্যাগের ঘটনাটি এখনো তরতাজা। গিলেস্পির সঙ্গেই নিয়োগ পেয়েছিলেন তিনি। কিন্তু পিসিবির সঙ্গে মতবিরোধের কারণে সরে দাঁড়ান এই প্রোটিয়া কোচ।

গিলেস্পিও চলে গেলে সাদা বলের মতো লাল বলে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পাবেন আকিব জাভেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।