ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ উইকেট জুটিতে ফলো-অন এড়াল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
শেষ উইকেট জুটিতে ফলো-অন এড়াল ভারত

লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ফিফটি করেছেন কিন্তু ফলো-অনের শঙ্কা তখনো কাটেনি। নবম উইকেট পতনের সময়েও ৩২ রান দূরে ছিল ভারত।

তবে শেষ উইকেটে আকাশ দীপ ও জাসপ্রিত বুমরাহর অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ফলো-অন এড়ানোর স্বস্তি নিয়ে দিন শেষ করেছে তারা।

এর ফলে গ্যাবা টেস্টে ড্র হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কেননা চারদিন শেষ হলেও এখন পর্যন্ত দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। তাতে অনেকটা দায় অবশ্য বৃষ্টির। চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২৫২ রান করেছে ভারত। বুমরাহ ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন।  

বৃষ্টির কারণে আজও বাধা পড়েছে খেলায়। চাপে থেকে ৪ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করে ভারত। অস্ট্রেলিয়াকে দিনের  প্রথম ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক প্যাট কামিন্স। ২৭ বলে ১০ রান করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান তিনি।

ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন রাহুল। কিন্তু ন্যাথান লায়নের ঘূর্ণিতে কাটা পড়েন তিনি। ১৩৯ বলে ৮ চারে ৮৪ রানে আউট হন ডানহাতি এই ব্যাটার।

এরপর নীতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে ফলো-অন এড়ানোর লড়াই চালিয়ে যান জাদেজা। কিন্তু তাকেও থামতে এর আগেই। যদিও জুটিটি ভাঙে নীতিশের মাধ্যমে। প্যাট কামিন্সের বলে কাট করতে গিয়ে বোল্ড হন তিনি। পরে মোহাম্মদ সিরাজও জাদেজাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। কামিন্সের শিকার হয়ে ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৭ রানে সাজঘরে ফেরেন জাদেজা।

ফলো-অন তখন চোখরাঙানি দিচ্ছিল বেশ জোরালোভাবে। কিন্তু চোয়ালবদ্ধ লড়াই করে দিনের শেষবেলা পর্যন্ত টিকে থাকেন বুমরাহ-আকাশ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।